বুধবার, ৪ জানুয়ারী, ২০১২


পুনরায় সেই বিন্দু 

জীবনের সেই সন্ধিক্ষণে তুমি ছিলে অপেক্ষক কার 
জন্যে, সেটা মন চায় না জানতে, কুসুমিত 
প্রণত শাখায় হাত দিলেই, হয় ত ঝরে
যাবে, অবিকশিত স্বপ্নের লাজুক 
কুঁড়ি, শুধুই মনে আছে 
সেই প্রথম মিলনের 
দিন,  জিজ্ঞাসু 
চোখের 
কিছু 
অপ্রকাশিত কবিতা গুচ্ছ, ক্ষণিক আবেগের 
স্থিরতা, হারানো প্রাপ্তির মাঝের খুশি, 
উদ্বেলিত নিরবতার শব্দ ফিরে 
পাওয়া, নিশিগন্ধা -কন্দের 
ভেজা মাটির ভিতরে  
অধীরতা, হঠাৎ
জীবন 
সেই মুহুর্তে চেয়ে ছিল ছুঁতে উড়ন্ত রুপালি মেঘ !
জানি না কত দূর সেই বাঁকটি গেছে সরে 
এখন কি তুমি নিরাপদ এখন কি 
আমি হেঁটে চলেছি উপত্যকার 
প্রান্তে, খালি পা স্ফটিক 
শিলার কন্টকে, কে 
জানে, আবার 
হয় ত ফিরে 
এসেছি 
সেই বিন্দুর উপরে যেখানে এক দিন হারিয়ে
 গেছে জীবনের অমূল্য কিছু - - - 

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by - valley - Kathryn Joseph 






আধিপত্য 

হৃদয়ের মৌন আন্দোলন, উঠে নেমে, বহে 
গেছে স্বপ্ন নদীর অস্থির জলতরঙ্গে,
অনেক কিছু বলার বাসনা 
নিয়ে সান্ধ্য তারক 
থেমে ছিল 
কিছু 
ক্ষণ পশ্চিমস্থ গগনে, দ্বার খুলতে হয় ত 
বিলম্ব হলো, মান করে ফিরে গেছে,
নিশি পুষ্পে গন্ধিত নিরীহ, ভীরু 
ভালবাসা, খুবই যত্নে রেখে -
ছিলাম তার তিন শব্দের 
চিঠিখানি, অথবা 
অপূর্ণ কবিতার 
প্রারব্ধ !
অস্বীকৃতি তে তার ছিল লুকানো মধুর 
অভিমান, ডুবন্ত সেই  তারকার 
নিস্তেজ আলোর রূপে, সে 
দেখি ক্রমশঃ গেছে 
 হারিয়ে 
নীলিমার জগতে, শুন্যে অন্যমনস্ক ভাবে 
চেয়ে সে জানিয়ে গেছে তার 
উদাসীনতা, অনভিজ্ঞতা,
অভিনয়ের বাজি, 
প্রলোভনের 
সূত্রপাত,
 জানি 
না ফেলে গেছে স্বপ্নের ভিতরে স্বপ্নের জাল, 
সে অবিরাম ধরে আছে মায়াবী 
রাতের যবনিকার রেশমি 
দড়ি, আমি শুধুই এই 
মুহুর্তে কাঠের 
পুতুল,
যেন সহস্ত্র  শতাব্দী ধরে পড়ে আছি তার আঙ্গুলের 
ডগায়, খেলে চলেছি তার দেহের কম্পনে,
জীবনের এই প্রদর্শনী - - - 

-- শান্তনু সান্যাল 
PAINTING  BY ANAND GOPAL ROY