ওই নজিরহীন প্রবহণ বহে যায় দিগন্ত হতে
আকাশ পথে, সারা দেহে জড়িয়ে যেন
জ্বলন্ত চন্দন কাঠের আলো, ঝরে
পৃথিবীর বক্ষে বিন্দু বিন্দু
দিব্য আলোকের
স্ফুলিঙ্গ !
চিরন্তন প্রণয়ের পথে বসে রয় জীবন - -
এক শাশ্বত প্রতীক্ষা সাজিয়ে
অন্তরতমের গহীন
গভীরে !
সেই সুবাসিত জোছনার পরশে, দ্রাবিত সর্ব
অহংকার, অভিমান, মোহ মায়া,
আপন পর, রাগ অনুরাগ,
জীবন যেতে চায়
সঘন তিমির
থেকে
টলটলে সম্পূর্ণ পারদর্শী, পরম সত্যের মহা
নির্ঝর পারে - -