সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৪

কাচের যবনিকা - -

আবছায়া আয়না কিন্তু উজ্জ্বল প্রতিবিম্ব,
বিচিত্র বিরোধাভাস, অনেক সময়ে 
ব্যতিক্রম ঘটে জীবনে, আর 
করে যায় নির্বাক 
অন্তর্মন, 
বহুবার দেখেছি তোমার চোখে আছে - -
যেন এক থামানো কালবৈশাখী,
ঠিক পরবর্তী মুহুর্তে, তুমি
বিগলিত জলধারা,
বহে যেতে 
চাও সুদুর সাগর সঙ্গমের পথে অনিরুদ্ধ
ভাবে, অনেক বার দেখেছি তুমি 
বুকের পাঁজরে থাকতে চাও 
সন্নিবিষ্ট রূপে, আবদ্ধ
হৃদয়ের খুব 
কাছে,
আবার অনেক সময়ে দেখি তুমি উড়ে -
যেতে চাও প্রণয় পিঞ্জর খুলে,
জল স্থল আকাশ পার 
অন্য কোনো
উপগ্রহে,
আর আমি শুধুই চেয়ে থাকি বিস্ফারিত 
চোখে, তোমার ওই উচ্ছৃঙ্খলতার 
উন্মুক্ত অণিমা - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by Charles Storer

ফেকাশে দিগন্ত রেখা - -

না তুমি হতে পারলে পৃথিবীর অন্তরতম, 
না আমি আকাশের উদারতা, তাই 
প্রণয়ের দিগন্ত রেখা রইলো 
চিরদিনই ফেকাশে,
যখনও  
চেয়েছি ঝরতে আমি, শ্রাবণের অধীর  
বর্ষণে, তখন তুমি দেহের উপরে 
সাজিয়ে গেছ সজল ফুলের 
উপত্যকা, ফিরে 
গেছি সুদুর 
অন্য 
বৃষ্টি ছায়ার দেশে, কখনো উজ্জ্বল রাতে 
আমি খুঁজেছি তোমায় সঘন 
অরণ্য পথে, চেয়েছি 
ভিজিয়ে দিতে 
আবেগের 
জোছনায় পরিপূর্ণ ভাবে, তখন দেখি -
তুমি আছো নিমগ্ন স্বপ্নের দেশে, 
তাই নিঃশব্দ পায়ে ফিরে 
গেছি বন্য সুরভির 
সাথে অনেক 
দূর -
অজানা ধুসর প্রান্তরে, একাকী পুড়েছি -
সারা রাত অদৃশ্য দহনে !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
The Commons Getty Collection