আবছায়া আয়না কিন্তু উজ্জ্বল প্রতিবিম্ব,
বিচিত্র বিরোধাভাস, অনেক সময়ে
ব্যতিক্রম ঘটে জীবনে, আর
করে যায় নির্বাক
অন্তর্মন,
বহুবার দেখেছি তোমার চোখে আছে - -
যেন এক থামানো কালবৈশাখী,
ঠিক পরবর্তী মুহুর্তে, তুমি
বিগলিত জলধারা,
বহে যেতে
চাও সুদুর সাগর সঙ্গমের পথে অনিরুদ্ধ
ভাবে, অনেক বার দেখেছি তুমি
বুকের পাঁজরে থাকতে চাও
সন্নিবিষ্ট রূপে, আবদ্ধ
হৃদয়ের খুব
কাছে,
আবার অনেক সময়ে দেখি তুমি উড়ে -
যেতে চাও প্রণয় পিঞ্জর খুলে,
জল স্থল আকাশ পার
অন্য কোনো
উপগ্রহে,
আর আমি শুধুই চেয়ে থাকি বিস্ফারিত
চোখে, তোমার ওই উচ্ছৃঙ্খলতার
উন্মুক্ত অণিমা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by Charles Storer
বিচিত্র বিরোধাভাস, অনেক সময়ে
ব্যতিক্রম ঘটে জীবনে, আর
করে যায় নির্বাক
অন্তর্মন,
বহুবার দেখেছি তোমার চোখে আছে - -
যেন এক থামানো কালবৈশাখী,
ঠিক পরবর্তী মুহুর্তে, তুমি
বিগলিত জলধারা,
বহে যেতে
চাও সুদুর সাগর সঙ্গমের পথে অনিরুদ্ধ
ভাবে, অনেক বার দেখেছি তুমি
বুকের পাঁজরে থাকতে চাও
সন্নিবিষ্ট রূপে, আবদ্ধ
হৃদয়ের খুব
কাছে,
আবার অনেক সময়ে দেখি তুমি উড়ে -
যেতে চাও প্রণয় পিঞ্জর খুলে,
জল স্থল আকাশ পার
অন্য কোনো
উপগ্রহে,
আর আমি শুধুই চেয়ে থাকি বিস্ফারিত
চোখে, তোমার ওই উচ্ছৃঙ্খলতার
উন্মুক্ত অণিমা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by Charles Storer