সজল সাওনের রাতি, জেগে রয়েছে
এখনো আদ্র নিঃশ্বাসে, প্রণয়ের গন্ধ,
আকাশে মেঘের উঠেছে আন্দোলন
তড়িতের কম্পিত আলোয়ে দেখি -
পৃথিবী সম তোমায় অভিসারিকা !
ঝরে চলেছে আবেগের জল তরঙ্গ,
ভিজে একাকার হৃদয়ের শুষ্ক ভূমি,
ফুটতে চাহে স্বপ্নের অভিনব অঙ্কুর
ছুঁয়ে গেছে কে যেন অচেতনে, সকল
মনের অনুদ্বিগ্ন, লাজুক ভাবনার -
স্নায়ু, জানালার কাচে ভেসে উঠেছে
বিন্দু বিন্দু কবিতার অনুভূতি,তরু
শাখার দেহে সাজিয়ে গেছে সিক্ত
অধরের মধুরিম চিহ্ন, অগণিত ভাবে,
বৃষ্টির ক্ষণিক বিরতির ফাঁকে -
জোছনার পাগলামি, ভেঙে চলেছে
ঘুমন্ত চোখের ইন্দ্রজালিক মায়া, চেয়ে
আছে মন উন্মুক্ত দ্বারের নিরবতা !
-- শান্তনু সান্যাল