সোমবার, ১৩ আগস্ট, ২০১২

অপূর্ণ স্বাধীনতা

পূর্ণাঙ্গ স্বাধীনতার পরিভাষা খুঁজতে গিয়ে
হারিয়ে গেছে জীবনের মূল্য, কোথায়
আছে অগ্নি পথের পথিকের রক্ত
ঝরিত স্বপ্ন, সর্ব কল্যাণের
ওই পবিত্র ভাবনার
মাঝে ছিল
ভবিষ্যতের ভারতবর্ষ, এমন এক ভূভাগ
যার প্রতিকণে সমাহিত প্রেম ও
ত্যাগের অনুভূতি, দেশের
জন্য মহাউত্সর্গের
সংবেদনা,
হৃদয় চায় আবার এই পুণ্য ভূমির -
পুনুরুত্থান, সর্বে ভবন্তু সুখিনঃ
সর্বে শন্তু নিরাময়াঃর
সত্য প্রতিপাদন,
সম্পূর্ণ
স্বাধীনতার জন্য আমূল ক্রান্তির শঙ্খ নাদ -

শান্তনু সান্যাল
 by kimblair artist.
   http://sanyalsplanet.blogspot.in/