ভাসন্ত বাসা
তার পরিতৃপ্তির আকাশ ছিল অপরিসীম দিগন্তের পরে মায়া বিম্বিত বলয়,
বহু পরিধির মাঝে আবেশের
আবর্তন,আমার পৃথিবী
যেন স্থির, চেয়ে
রইলো শুধু
তার সাধের মহা সমুদ্রের বিশালতা,সেই
আলোড়নের কেন্দ্রে, মন খুঁজেছে
প্রেমের মৃগজল,অন্তিকের
পরিভাষা,ভাবনার
শুচিতা,
তার প্রাণ ভরা হাসির মাঝে শুনেছি, কাচ
ভাঙার স্পষ্ট শব্দ, আসবের সঙ্গে
অশ্রু বিন্দুর গড়িয়ে যাওয়া,
মগ ডালের মচকানো
আওয়াজ,
পুষ্প ঝরার নিঃশব্দ ফিসফিসানি, কিশলয় -
ডগার স্থির, শিশির কণার উদাস
ভাবে, অরুনোদয়ের আগে
শুকিয়ে যাওয়া,
ঝিলের
বুকে এখন কুহেলীর খেলা, কচুরি পানার
ভিড়ে, অনুরাগী জকানা* খুঁজে
চলেছে ভাসন্ত বাসা, মৌন
জলজ বলতে পারি নি
তার হারানো
ঠিকানা.