ঝরে অনবরত ধুমকেতু সম
মরুপ্রান্তর হইতে
বর্ষাবনে,
নির্বাকভাবে পৃথিবী চেয়ে থাকে
সৃষ্টির প্রপঞ্চের খেলা, এই
ভাঙা গড়ার মাঝে
অর্ণবের
নীল মায়াবী জগৎ করে আহ্বান
নেমে আসে নিশির গভীরতা
সকালের অনুগ্রহ কিরণ
মন তুলে রাখে
প্রেমের
শিউলি, স্বপ্নের বহু রঙ্গক গুঁড়া
বৃষ্টির গান, প্রাণ ভরা
তোমার সান্নিধ্য
শরতের
ছোঁয়া, জীবনের নব পুনর্নিমাণ
এই সমীকরণে গাঁথা আচ্ছে
সুখ দুঃখের রোদ ছায়া
তোমার আমার
হৃদয় তন্তু
অসমাপ্ত পথ চলা,অপ্রত্যাসিত
ভাবে বেঁচে থাকার
মহা সংগ্রাম - - -
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/