কদাচিৎ, শেষ প্রহরে - -
লহরে দুরে সরে চলেছে চাঁদের আলো,
মধ্য রাতে কপিন্জলের চিক্কুর,
দেহ হতে দেহের বিযোগ
ধরে আছে কে যেন
নিঃশ্বাসের
ডোর,
নিশাচর পাখির ঝাঁক ফিরে চলেছে দিগন্তে, পুনঃ
তিমিরাচ্ছন্ন দেশের সন্ধান, শিথিল অঙ্গে
জোছনার উচ্ছিষ্ট, কিছু অধর চিহ্ন,
পরকীয় গন্ধ, আদুরে সজল
প্রতীক, বুকের মাঝে
মিষ্টি উদ্বেগ,
বিচিত্র
অনুভূতির ভিতরে, স্তর প্রতি স্তরে যেন অদ্ভুত
এক উদ্ভাবনীর সমাবেশ, যেন আয়নার
মাঝে সহস্ত্র আয়না, লুকিয়ে আছে
অনুরাগী বহুরঙ্গী প্রতিফলন,
ভরে চলেছে মরুভূমির
গভীর গহ্বর, সে
যেন আলোর মেঘ, ঝরিয়ে চলেছে নিষ্প্রভ -
জীবনে আর্দ্র উদ্ভাস, অনিবারিত
তৃষ্ণা আরও বাড়িয়ে গেছে
তার সান্নিধ্যের বর্ষা,
শেষ প্রহরে যেন
কদাচিৎ.