শুক্রবার, ৪ মে, ২০১২


সুরভিত লিপি 

আবার কাছে আসতে চায়, পুনরায়  ভালবাসতে 
চায়, জোছনার আড়ালে লুকিয়ে রয় নিরব 
অপেক্ষারত যেন হাসনুহানার উন্মুক্ত 
গন্ধকোষ, হৃদয় তখন বিভ্রান্ত,
আবার আঘাত সইতে 
তত্পর, তার 
সম্মোহনের নেত্রলিপি ফেলে চলেছে মোহ পাশ,
রন্ধ্রের ভিতরে যেন আবেগময় মকরন্দ,
ঘর করে চলেছে মৌন প্রণয়ের 
অনুবন্ধ, আবৃত প্রসূন 
পত্র তখন বিহ্বল,
ভোরের 
পূর্বেই যেন প্রস্ফুটন, দেহের সুরভিত বিদারণ!
জীবন তখন অপ্রত্যাশিত ভাবে দৌড়িয়ে 
যেতে চায়, বন বীথির পথে ধরতে 
সেই হারানো সুবর্ণ সারং, 
চাঁদ ঢলে চলেছে 
প্রাচ্য 
আকাশে, উপত্যকার বুকে জড়িয়ে রয়েছে 
শেষ প্রহরের ধবল আলো অথবা 
আঙ্গুলের আকাড়িয়ে ধরা 
দাগ, অধরে আছে 
মুদ্রিত যেন 
তার 
নিঃশ্বাসের কবিতা, সে লিখে গেছে ছন্দবদ্ধ -
সারা অঙ্গে যেন রহস্যময় কাব্য - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


   painting by artist Barbara Fox 1