রবিবার, ৩১ আগস্ট, ২০১৪

স্থায়ী অধিবাস - -

মানুষের মূল্য যেখানে উৎকৃষ্ট সেই
তত্ববিজ্ঞানের আমি অভিলাষী,
মঠ মন্দির, আপন পরের
বাহিরে সে পবিত্র
মনের পূজা -
বেদি,
যেখানে সমস্ত মান - অভিমানের -
ঘটে অবসান, জীবন খুঁজে
পায় বাস্তবিক আত্ম -
জ্ঞান, যেন
বিলুপ্ত
মরু নদী কুঁড়িয়ে পায় স্রোতের - -
উদ্গম স্থান ! দুই পারে
উত্তরোত্তর ভরে
ওঠে হরিৎ
প্রদেশ,
গড়ে ওঠে প্রকৃত সভ্যতা, যেখানে
কেউ দেখতে চায় না পরিচয়
পত্র, ধর্ম যেখানে কেবল
ব্যক্তিগত বিশ্বাস,
বুকের
ভেতরে যেথায় অদৃশ্য দেবতার - -
স্থায়ী অধিবাস !

* *
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.in/
art by Lars_Eje_Larsson