বুধবার, ৭ নভেম্বর, ২০১২

অজানা স্রোতে - -

কোন সুখের বাসনায় জীবন ধরে 
রাখে খুব আপন করে, বুকের 
নিকটে, সেই বিষাক্ত 
ফুলের বৃন্ত, 
অগোছালভাবে বহিয়া যায় সুদুর 
অজানা ভাবনার স্রোতে, 
ওই সৌন্দর্য্যে জানি 
না কি এমন 
চুম্বক
আছে নীলকন্ঠ হতে চায় হৃদয়ের 
নিরীহ মানুষ - - 

- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
painting by  MaggieThompson

নিবিড় তৃষ্ণা - -

মোহনামুখী সে এক বিস্তীর্ণ নদীর বহর,
সাগর কুল ঠেলে নিয়ে যায় অনেক 
দূর গভীর জগতে, তরঙ্গিত 
অট্টহাস হঠাৎ তখন 
নিঝুম ! ভাঙা
নিঃশ্বাসের 
সাথে 
আবেশ পড়ে রয় বালির স্তূপে, নির্বিকার 
দেহের গন্ধ কোষ, অকস্মাত যেন 
সক্রিয়, সারা রাত বায়ুমণ্ডলে
এক পরক জাতীয় সুবাস, 
ভেসে রয় অবিরাম
এক দিগন্ত হতে 
অন্য অলিক 
রেখায়, 
বিচিত্র সজলতা ভিজিয়ে রাখে রুপালি 
আলো, অন্তঃকরণে ওঠে  নামে
প্রণয়ের জলোচ্ছ্বাস, এক 
অদৃশ্য, নিবিড় 
তৃষ্ণা
ধরে রাখে জীবনের সংবেদন - - - - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
illusive moon