সংক্ষিপ্ত রাত ! অনেক কিছু বলার ছিল যদি
শুনতে, জীবনের কিছু নগ্ন পরিদৃশ্য
এখনো ঢাকা আছে সময়ের ঘন
অন্ধকারে, যদি দেখতে !
জানতাম সে শুধুই
ভালবাসে -
বহিঃস্থ দেহাংশ, তার পিপাসার গন্তব্য -
কটি প্রদেশের সীমানায় হারিয়ে
যায় সর্বদা, সে অসময়ের
বর্ষা, ঝরে যেতে চায়
পাহাড়ের এক
কোণে,
বৃষ্টি ছায়ার ভূমি ফেলানো থাকে বুকের
দহনে, হৃদয়ের ওই মরু ভূমির
চিত্কার অশ্রুত করে সে
উড়ে চলে উন্মুক্ত
নীল গগনে,
নির্বন্ধ
যেন ভেসে যেতে চায় সে সপ্ত আকাশ পারে,
অর্ধ চৈতন্য দেহ পড়ে রয় বসুধার
উপরে সংজ্ঞাহীন, নির্বস্ত্র !
খুঁজে জীবন প্রেমের
ক্ষুদ্র কণিকা
শাশ্বত
ভালবাসা, চিরস্থায়ী অভিলাষা, অসমাপ্ত
অনুসন্ধান বিনিদ্র করে যায়
সারা রাত - -
অনুসন্ধান বিনিদ্র করে যায়
সারা রাত - -