শনিবার, ২১ জুলাই, ২০১২


নিমজ্জনের সাক্ষী কেউ ছিল কি 

আকাশ ছোঁয়ার আকাঙ্ক্ষায় পায়ের মাটি যায় ধ্বসে,
সেই অতিরিক্ত পাওয়ার অভিলাষে, জীবন 
ফিরে আসে বারংবার রিক্ত হাতে, 
মনের গভীরে অপ্রকাশিত 
পড়ে রয় দিব্য প্রেম 
একাকী,আঁখি
খুঁজে 
অহরহ, ছদ্ম প্রণয়ের আলো আসেপাসে, ক্ষিপ্র বেগে -
ধেয়ে যায় ভাবনার অশ্ব, মরু প্রদেশ হতে 
নোনা জলাভূমি, অরণ্য পথ গামী,
থামতে চায় না হৃদয় কোনো 
ভাবে, সেই অন্তহীন 
তৃষা বুকের 
মাঝে, 
আবেগের কুম্ভ যেন চিরদিনই চলকে পড়ে পথ ঘাটে,
অদ্ভুত জোছনার মায়া, ভ্রমিত অবচেতন 
দেহ ও প্রাণ, বুঝে উঠতে পারে না,
জল স্থলের তফাৎ, ছুটে যায় 
তটভূমি বহু দূর, সাড়া
কেউ দেয় না,
ফিরে 
আসে সমস্ত চিত্কার, আর্তনাদ, নিমজ্জনের পূর্বে 
শুধুই জেগে রয় সৈকতের অসমাপ্ত এক 
বিচিত্র নীরবতা, ঘনিয়ে আসে 
আঁধার সঘন, ভূত ও 
ভবিষ্যত কিংবা 
বর্তমান,
সব কিছু তখন অর্থহীন, অচেনা পুরাতন প্রেমিক !
চিনেও চিনতে চায় না, পরিচয় পত্র 
ভেসে রয় কালের তরঙ্গে,
ক্রমশঃ জীবন তখন 
অস্তাচলের দেশে, 
পরিত্যক্ত 
ঢিবির মত পড়ে রয় দেহের ভূমি অবহেলিত নোনা 
জলের মাঝে, কথা কয় নিজের সাথে,
পাখিরা অবাক চেয়ে থাকে 
তার ক্ষণে ক্ষণে 
ভাঙ্গনের 
রূপ, পরিশেষ তারাও উড়ে যায় নিরাপদ আশ্রয়ের 
সন্ধানে - - - 

- শান্তনু সান্যাল 



ANNE PACKARD ART PRINTS

কার ছোঁয়া করে শিহরণ 

লজ্জাবতীর শাখায় যেন জড়িয়ে রয় তার 
লাজুক মনোভাব, একটু হাওয়ায় দুলে
উঠে মনের ভীরু ভালবাসা, 
গুটিয়ে রাখতে চায় সে 
অস্তিত্ব, কমনীয় 
পত্রাবর্তে,
শিশির পরশে যেন কেঁপে উঠে হৃদয়ের -
পল্লব সম তন্তু, সারা রাত এক 
আতঙ্ক, বুকে চাপিয়ে সে 
চেয়ে থাকে নীলাভ 
আকাশ, চাঁদ 
মেঘের 
পারদর্শী ধবল যবনিকা, মৃগনয়নি -
ভাবনা, পাতা ঝরার শব্দে ও 
যেন হয়ে উঠে অস্থির,
নীল আঁধারে খুঁজে 
বহিরাগত 
সুগন্ধ 
অথবা মৃগয়ার নিঃশব্দ পদক্ষেপ, এক 
মধুর আতঙ্কে ডুবে রয় দেহ ও 
প্রাণ অনিশ্চয়তার তরঙ্গে, 
নাড়ির গতি সহসা
বেগবান, ধেয়ে 
যায় মন 
সুদুর বুনো ফুলের মাতল উপবনে - - - 

- শান্তনু সান্যাল  

artist SMITH SART
http://sanyalsplanet.blogspot.in/