উদ্ভাসিত হৃদয়
অভিভূত করে যায় যেমন অদ্ভুত আলো,
মধ্য নিশির গগনে, সেই নক্ষত্রের
ঔজ্জ্বল্য ক্রমশঃ হয় উঠে
স্তিমিত, নদীর ঢালুর
পার্শ্বে
গ্র্যানিট পাথরের পুরাতন দেউলে, মৌন
সান্ধ্য প্রার্থনা এখন মুখরিত, আহত
হৃদয়, শোণিতলিপ্ত আত্মারা
করে অন্তহীন বিলাপ,
মধ্যস্থিত
প্রবাহে সমতার স্বপ্ন, সমবেদনার অর্চনা,
বহে চলেছে উজানের কোন দূরবর্তী
মহাসাগরের বুকে, সুদুর এক
অজ্ঞাত দ্বীপে ওই
উদ্ভিদকূলে
ভাবনারা গড়তে চায় নতুন বসবাস -
নতুন সংস্কৃতির বীজারোপন,
প্রেম, শান্তি, মানবতার
আদ্র মাটি চেয়ে রয়
প্রশান্ত আকাশের
অবুঝ মন,
নদীর দুই ধারে সারি সারি লোক একত্র
কন্ঠে করে চলেছে উদঘোষ, চাইছে
বাঁচার অধিকার, উদ্বর্তনের
অন্তিম অভিমত,
জীবনের
সার্থকতা, পরিপূর্ণ মানবতার প্রসার.