শনিবার, ১৩ মে, ২০২৩

ভেতরের প্রতিধ্বনি - -

এখনো আছে অনেক অন্ধকার, কিছু -
শূন্য চোখের নিঃশব্দ আবিষ্কার,
এখনো রয়েছে কত যে
মায়াবী রাতের
না - বলা
গল্প - কাহিনী কিছু নগ্ন সত্যের আঁধার।
এখনো অন্তস্থলের তুমি হদিস খুঁজে
পাওনি, অনেক দূরে এখনো
আলোকের সম্ভার।
এখন শুধুই
অন্ধ -
পরশের অনুভূতি, এখনো খুলে নি - -
ভেতরের জড়তা, বুকের মাঝে
রয়েছে চাপা আগুনের
হাহাকার। এখনো
তুমি আপন
হয় ওঠো
নি -
তাই নিভে গেছো অন্তিম প্রহরে হটাৎ,
আর রেখে গেছো অকারণে
কিছু ভাসন্ত ধোঁয়ার
মেঘ আর কিছু
আবছা
আলোর ভার।এখনো আছে অনেক
অন্ধকার - -

* *
- শান্তনু সান্যাল