সোমবার, ২৪ জুন, ২০১৩

একাধিক ভাঙন !

সিক্ত চোখের কাহিনী ভুলে যেতে চাই,
খুঁজো না আমায় ওই পাতাঝরা 
ঋতুর মাঝে, এখনো 
বুকে জেগে 
আছে 
অর্ধেক দেখা স্বপ্নের কুহক, এখনো - -
রাত অনেক বাকি, তোমার 
কথা অনুযায়ী আমি 
আবার দেখতে 
উৎসুক
নিজের হারানো চেহারা, তোমার ওই 
চির গভীর চোখের মাঝে ! তুমি 
কি এখনো সামলিয়ে রেখেছ 
চির হরিত শপথের 
মালা ! জড়িয়ে 
আছো কি 
আজ ও আমার প্রণয়ের গন্ধ সারাটা 
দেহ ও প্রাণ জুড়ে, হয় ত আজ 
অব্দি তোমার বুকের ওই 
পাগল তরঙ্গ খুঁজে 
চলেছে -
আমার অস্তিত্বের চিরস্থায়ী উপকূল - - 
তাই অস্থির জীবন চেয়ে আছে 
পুনরায় একাধিক 
ভাঙন !
* * 
- শান্তনু সান্যাল 
art by NADINE RAMELB