বুধবার, ১১ মে, ২০১১



পরিত্যাগ 
জরুরি নয়, প্রত্যেক প্রত্যাশার 
আছে পরিপূর্ণতা,বয়প্রাপ্তি,পূর্ণ যৌবন ! 
ভবিষ্যবাণীরা ছিল মৌসুমী সমীরণ 
গেল বদলিয়ে জীবনের আদ্র ভূ ভাগ 
 মায়াবিনী রাত্রি উন্মুক্ত আকাশ
অভিপ্সার তারক ভেসে যায় শুন্যে 
আসন্ন ক্ষণে নিরবতা,আঁধার অসীম,
ভেঙে যায় আকাশগঙ্গা, ঝরে সপ্তর্ষি 
প্রবল আকাঙ্ক্ষা ধেয়ে যায় ভুগর্ভিত 
তরঙ্গে, খুঁজে অজানা প্রবাহের প্রস্থান,
 এক অশেষ অনুক্রম,উদ্দাম প্রক্রিয়া !
সারি সারি ধায়িত মৃগ বৃন্দ, জল -
কুম্ভে অদৃশ্য আগ্নেয় নেত্রের সম্মুখীন 
হারিয়ে ফেলে তাহারা জীবন তৃষা,
নদী ঘাটের সোপান, উলঙ্গ গায়ে নিয়ে 
রাত্রির হিংসতা ডুব দিয়ে উঠে মন, 
মন্দিরে এখন প্রভাতের ধূপকাঠি,খুলে 
দিল কে যেন নৌকোর লৌহ নোঙর !
রাজপথে ফেলানো অপার্থিব দেহ 
চেয়ে রয়েছে শুন্য আকাশে, সূর্য্য 
ভাশ্যমান, অপ্রভাবিত চৈতন্যহীন, 
মুখ ফিরিয়ে চলেছে জনারণ্য, কিছুই ত 
ঘটে নি,মাত্র অপরিচিত রাত্রির মৃত্যু !
-- শান্তনু সান্যাল