বহু দূর একাকী বহে যাওয়ার পরে, দুই
অপরিচিত নদীর ওই সম্মিলন
বিন্দুর দ্বীপে, দেখেছি
সন্ধ্যার শেষ -
আলোয়,
তুমি দাঁড়িয়ে আছো যথারীতি সাজিয়ে,
চোখের তীরে, জোনাকির নীল
দপদপানি, উড়ন্ত কেশের
সাথে ভেসে চলেছে
অরণ্য ফুলের
বন্য -
সুবাস, অনেক সময়, মনে হয় তুমি - -
কাশবনের জোছনা, করে যেতে
চাও আমার বুকের আধ
ভেজা নদীগর্ভে
একছত্র
শাসন, ওই সংবেশিত মুহুর্তে, আমার -
অভিশপ্ত পাষাণী হৃদয়, খুঁজে পায়
শাপমোচনের লুপ্ত জল -
স্রোত ! মৃত
আবেগ
যেন ফিরে পায় জীবন্ত আবেশের পরশ,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art Leonard Thompson
অপরিচিত নদীর ওই সম্মিলন
বিন্দুর দ্বীপে, দেখেছি
সন্ধ্যার শেষ -
আলোয়,
তুমি দাঁড়িয়ে আছো যথারীতি সাজিয়ে,
চোখের তীরে, জোনাকির নীল
দপদপানি, উড়ন্ত কেশের
সাথে ভেসে চলেছে
অরণ্য ফুলের
বন্য -
সুবাস, অনেক সময়, মনে হয় তুমি - -
কাশবনের জোছনা, করে যেতে
চাও আমার বুকের আধ
ভেজা নদীগর্ভে
একছত্র
শাসন, ওই সংবেশিত মুহুর্তে, আমার -
অভিশপ্ত পাষাণী হৃদয়, খুঁজে পায়
শাপমোচনের লুপ্ত জল -
স্রোত ! মৃত
আবেগ
যেন ফিরে পায় জীবন্ত আবেশের পরশ,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art Leonard Thompson