মঙ্গলবার, ৩ জুন, ২০১৪

বিক্ষিপ্ত পৃষ্ঠতল - -

নিস্তব্ধতা যখন তীব্র মুখর, নিশান্তের 
অনাম নৈশ কুসুম, তখন ঝরন্ত 
বেলায় লুটিয়ে যেতে চায় 
গন্ধের অন্তিম কণা,
ওই প্রকৃতির 
অদ্ভুত 
লীলায় জীবন খুঁজে পায় বেঁচে থাকার 
অর্থ, জেগে ওঠে দেহ ও প্রাণে 
সুপ্ত অভিলাষের কিরণ,
নিদ্রালু চোখে 
ভেসে 
রয়, তার প্রেমের শীতল ছায়া, অদৃশ্য 
কড়া নাড়ার শব্দে যেন ঝঙ্কৃত 
সব কিছু, হৃদয় খুলে 
দিতে চায় বন্ধ 
নিঃশ্বাসের 
কপাট,
সকালের মৃদু দমকা হাওয়ায়, বহু দূর 
পাড়ি দিতে চায় ক্লান্ত আবেগ,
হিমায়িত হিমনদের 
বুকে তখন 
নদী 
হওয়ার অদম্য আকুলতা ভেঙে দিতে 
চায় সমস্ত কিছু পাহাড় মরু,
গ্রাম শহর, জীব নির্জীব,
তার চোখের আগে 
শুধুই ভাসে 
উন্মুক্ত, 
নীল সমুদ্রের বিস্তীর্ণ, বিক্ষিপ্ত পৃষ্ঠতল,

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
fnight tulip