শুক্রবার, ২৩ মার্চ, ২০১২

মনে হয় ভিন দেশী - -


ডানাবিহীন উড়ে যাওয়ার  উত্কন্ঠা, জেগে ছিল 
মনে তার, সেই ক্লেদিত বিকেলে, হাওয়ায় 
তখন সেঁতসেঁতে ভাব, অনেক দুরে 
যাওয়ার প্রবল ইচ্ছা, নদীর 
কিনারা ধরে সমানে 
হেঁটে যাওয়া, 
সম্ভবত কিছু দূর আমরা হেঁটে ও গেছি, আঁধার
নামার আগে, ঘামে একাকার, ওই
উপচ্ছায়া ঘেরা বিরাট বট 
বৃক্ষের নীচে, সে যেন 
হাঁপিয়ে উঠেছে, 
উটকা
ভয় যেন দাগ কেটে গেছে এঁদো গলির গায়ে, আর 
এগোতে পারি নি সে দিন, অবশ্যই মিথ্যে 
সাহস আমি ও দেখিয়েছিলাম তাকে, 
আসলে আমি চেয়ে ছিলাম 
একটি রঙ্গীন সাঁঝ 
চুরি করতে, 
কিছু সিক্ত চুম্বন, কিছু শিহরিত আলিঙ্গন, না 
জানিয়ে বুকের যাদুঘরে চেয়ে ছিলাম 
লুকিয়ে রাখতে, তার মধুরিম 
সামিপ্য, আর মনের 
দ্বন্দ্বের মাঝে 
সামঞ্জস্যের অভাব ছিল নিশ্চই, অর্ঘ্যের ফুল  রয়ে
গেছে হাতে, মন্ত্রমুগ্ধ এমন কি মন্ত্রৌচ্চার
গেছি ভুলে, উপাসনার শেষে 
দেখি দু জন দাঁড়িয়ে 
আছি প্রাচীন 
দেউলের 
মুখে, পুরোহিত অবাক বলে "মনে হয় ভিন দেশী -
আগে তো দেখি নি"

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/  
Blue_Leaf


স্মৃতি চিহ্ন

জোছনা রাতে পাংশু রঙ্গী পাহাড়, পাগলের 
মতন ডাক দিত আমায়, যখন সবাই
ঘুমিয়ে পড়ত, চেয়ে থাকতাম 
সম্মোহিত ভাবে তার 
নিরব অনুরণন, 
অশ্বত্থ 
গাছের পাতা, নিশুতি রাতে দুলে দুলে কি -
যেন বলতে চাইত আমায়, মালতির 
গন্ধে  যখন ভরে উঠত মনের 
আঙ্গিনা, সাবধানে দরজা 
খুলে বাইরে বেরিয়ে 
আসতাম, 
চার দিকে নিস্তব্ধতা, নিশাচর পাখির ছায়া 
ছাড়া সব কিছু যেন ঘুমন্ত পৃথিবী, 
স্থির, চেতনা শুন্য, মনে হত 
নভ, জল, স্থল, অণু
পরমাণু সবাই 
অসাড়
পড়ে রয়েছে, সুদূরে সারসের কাতর ডাক ও 
গেছে হয়ে বোবা, কেমন একটা ঘোর,
কুয়াশাচ্ছন্ন জগত ঘিরে থাকত 
জীবনে, কিন্তু আমার 
ওই ভাবে নিশা 
অভিসার,
ক্রমাগত হয়ে উঠে ছিল অভ্যেস, মধ্য রাতের 
সঙ্গে নেশার প্রভাব ঘনিয়ে উঠত, ওই 
গল্পের মতন ঘুমে হেঁটে যাওয়া, 
সুদুর নদী, পাহাড়, সাগর 
মরুভূমি, পেরিয়ে 
ভোরের মুখে 
ফিরে আসতাম, দেহের ক্লান্তি দুরে সরে যেত,
যখন সবাই বিহানের স্বাগত করে 
চলেছে, তখন আমার চোখ 
নিজে নিজেই বুজে 
আসতো, কে 
যেন 
বলত ঘুমিয়ে পড় দেখি, মাথায় হাত বুলিয়ে 
অদৃশ্য ভাবে বলত, আমি তোমায় 
ভীষণ ভালোবাসি, আস্তে
আস্তে সে যেন হাত 
সরিয়ে বিলুপ্ত 
হয় যেত,
চোখের ফাঁক হতে দেখতাম সে উড়ে চলেছে 
পুবাল আকাশে, ছড়িয়ে সোনালী 
ডানা, উন্মুক্ত স্বপ্নীল 
বাতাসে, রেখে 
প্রেমের 
ময়ুরপঙ্খী পাখা বালিশের তলে, স্মৃতি চিহ্ন রূপে,

- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/
 Thomas Oil Paintings Night Sky & moonlight