অপরূপ মায়া
কিছু স্নায়বিক, কিছু অধীর রয়েছে বুকের মাঝে
ভাবনা, শুধুই দেখতে চায় দূর থেকে হৃদয়;
সে যেন দামী, কাচের, বহিরাগত এক
জোছনা রঙ্গী পাত্র খানি, তার
প্রতিফলিত আলোকে
ডুবে চলেছে
ক্রমশঃ
জীবনের আঁধার সঘন, ঘোরের তরঙ্গে দেহের -
নৌকা, প্রান্ত অভাগা, খুঁজে চলেছে যেন
নোঙ্গর বিপনী, সরে যায় হাত
বাড়াতেই স্বপ্নের তটভূমি,
দিশাহারা অন্তর্মন
নির্বাক তখন
চেয়ে আছে, নদীর বুকে ভাসন্ত, স্ফুরিত ঢেউর
স্বরলিপি, অবিরত, তার প্রণয়ী চোখের
স্রোতে বহে চলেছে সব কিছু, মাংস
পেশী, হৃত্পিণ্ড, স্নায়ুগ্রন্থী,
বিবেক অবিবেকের
দ্বন্দ্ব, পৃথিবী
আকাশ
অন্তরিক্ষের রহস্য রোমাঞ্চ, সমস্ত সৃষ্টি - -