অনুপায় রাত্রির আছে অনেক বাধ্যবাধকতা,
art by Prachtige schilderijen
তাই জড়িয়ে যেতে চায় দেহ ও প্রাণে,
যত শীঘ্র সম্ভব ! জোছনার নাই
কোনো তাড়া, ঝুলিয়ে
রাখতে চায় কিছু
সম্ভাবনা,
পদ্ম পাপড়ির ডগায় থেমে আছে শিশির কণা,
ঠিক তার ক্ষণিক উন্মাদনা, উদ্বেলিত
করে যায় সুপ্ত গন্ধ কোষ, ওই
বিরোধাভাসের মাঝে
জেগে রয় কিছু
আবেশের
পরিমল, জীবন বেঁধে রাখতে চায় তার অস্থির
ভালবাসা, পলকা হৃদয় আবর্তে,
একাধিকার আঁকড়িয়ে
বুকের মাঝে - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/
art by Prachtige schilderijen