সম্ভবতঃ তার বুকে ছিল অশমিত তৃষ্ণা,
art by lynn-acourt
কিংবা সীমাহীন বাসনা, আমায়
পরিপূর্ণ পাওয়ার পরেও
সে যেন যথারীতি
রইলো -
অসার, আরও অধিক তৃষিত, পল্লব - -
বিহীন অরণ্যের যেন অভিলাষ,
প্রলয়ংকারী বৃষ্টির এক
ঘাতক আশঁসা,
মহা -
প্লাবনের প্রত্যাশা ! কিন্তু হাড় মাংসের
দুনিয়ার আছে নৈসর্গিক সীমানা,
এক নির্দিষ্ট বিন্দু তার
বাইরে পা দিলেই
বিধ্বংসের
সূত্রপাত,
তার ওই অতিরিক্ত চাহিদা সরিয়ে - -
নিয়েছে ক্রমে ক্রমে, আমার
অস্তিত্ব আমার কাছে
থেকে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/art by lynn-acourt