খুলে নি সে হৃদয়ের বন্ধ কপাট, চোখের
মৌন লিপিতে লিখে গেছে, কিছু
রহস্যময় প্রতিশ্রুতি, যেন
মিশরের অবর্ণিত
সঙ্কেত !
পাথরের বুকে চিরকালের জন্য প্রোথিত,
কিছুই বলি নি সে, অনিমেষ ও
নির্বাক চাহনির মাঝে
কি যা ছিল
গোপন,
জানার ইচ্ছে খুব ছিল, কিন্তু জিজ্ঞেস -
করতেই পারি নি, তার আনত
চোখের ছায়ায় গেছি
হারিয়ে, যেন
ক্লান্ত
পথিক খুঁজে তপ্ত দুপুরে একফালি বৃক্ষের
ছায়া, জীবন তখন পুনর্জন্মের
পথে অগ্রসর, ভুলে যেতে
চায় অতীতের
সমস্ত
নিষ্ঠুরতা, চোখে তখন স্বপ্নের অঙ্কুরণ !
প্রাণে জীবন্ত কবিতার রচনা,
দেহের রন্ধ্রে রন্ধ্রে ভেসে
যেতে চায় তখন
আবেগী
ঝরনা, ঠিক পরবর্তী মুহুর্তে নৈসর্গিক -
ভাবে ছোঁয়ার লুকানো অভিলাষ,
হাত বাড়াতেই দেখি সে
বিলুপ্তির পথে হলো
অদৃশ্য !
পৃথিবী ও আকাশের মাঝে তখন কেবল
ভাসন্ত নিবিড় কুয়াশা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by - Nasturtiums - Peggy Flora Zalucha
মৌন লিপিতে লিখে গেছে, কিছু
রহস্যময় প্রতিশ্রুতি, যেন
মিশরের অবর্ণিত
সঙ্কেত !
পাথরের বুকে চিরকালের জন্য প্রোথিত,
কিছুই বলি নি সে, অনিমেষ ও
নির্বাক চাহনির মাঝে
কি যা ছিল
গোপন,
জানার ইচ্ছে খুব ছিল, কিন্তু জিজ্ঞেস -
করতেই পারি নি, তার আনত
চোখের ছায়ায় গেছি
হারিয়ে, যেন
ক্লান্ত
পথিক খুঁজে তপ্ত দুপুরে একফালি বৃক্ষের
ছায়া, জীবন তখন পুনর্জন্মের
পথে অগ্রসর, ভুলে যেতে
চায় অতীতের
সমস্ত
নিষ্ঠুরতা, চোখে তখন স্বপ্নের অঙ্কুরণ !
প্রাণে জীবন্ত কবিতার রচনা,
দেহের রন্ধ্রে রন্ধ্রে ভেসে
যেতে চায় তখন
আবেগী
ঝরনা, ঠিক পরবর্তী মুহুর্তে নৈসর্গিক -
ভাবে ছোঁয়ার লুকানো অভিলাষ,
হাত বাড়াতেই দেখি সে
বিলুপ্তির পথে হলো
অদৃশ্য !
পৃথিবী ও আকাশের মাঝে তখন কেবল
ভাসন্ত নিবিড় কুয়াশা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by - Nasturtiums - Peggy Flora Zalucha