রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৪

পৃথিবী ও আকাশের মাঝে - -

খুলে নি সে হৃদয়ের বন্ধ কপাট, চোখের  
মৌন লিপিতে লিখে গেছে, কিছু 
রহস্যময় প্রতিশ্রুতি, যেন 
মিশরের অবর্ণিত 
সঙ্কেত ! 
পাথরের বুকে চিরকালের জন্য প্রোথিত,
কিছুই বলি নি সে, অনিমেষ ও 
নির্বাক চাহনির মাঝে 
কি যা ছিল 
গোপন, 
জানার ইচ্ছে খুব ছিল, কিন্তু জিজ্ঞেস -  
করতেই পারি নি, তার আনত 
চোখের ছায়ায় গেছি 
হারিয়ে, যেন 
ক্লান্ত 
পথিক খুঁজে তপ্ত দুপুরে একফালি বৃক্ষের
ছায়া, জীবন তখন পুনর্জন্মের 
পথে অগ্রসর, ভুলে যেতে 
চায় অতীতের 
সমস্ত 
নিষ্ঠুরতা, চোখে তখন স্বপ্নের অঙ্কুরণ !
প্রাণে জীবন্ত কবিতার রচনা,
দেহের রন্ধ্রে রন্ধ্রে ভেসে 
যেতে চায় তখন
আবেগী 
ঝরনা, ঠিক পরবর্তী মুহুর্তে নৈসর্গিক -
ভাবে ছোঁয়ার লুকানো অভিলাষ,
হাত বাড়াতেই দেখি সে 
বিলুপ্তির পথে হলো 
অদৃশ্য !
পৃথিবী ও আকাশের মাঝে তখন কেবল 
ভাসন্ত নিবিড় কুয়াশা - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by - Nasturtiums - Peggy Flora Zalucha

অন্তরতমের মধুমাস - -

অন্তরতমের মধুমাস রইলো অপ্রকাশিত, 
বাহ্য জগৎ ! বাসন্তী রঙে একাকার, 
তার অনুরাগের গভীরতা 
ছিল কল্পনার বাহিরে,
আমি শুধুই 
এক অনুমানিত ভালবাসা জড়িয়ে বুকে 
বসে রইলাম সারা জীবন, সেই 
আমিত্বের পরিধি বেঁধে 
রাখলো চিরদিন 
অন্ধ গহ্বরে,
তাই বুঝতেই পারি নি, কবে যে পাতা -
ঝরার মৌসুম গেছে ঝরিয়ে, ওই 
জীবনের শুকনো মুহূর্ত - 
গুলি, আমি 
খুলে দেখেই নি কোনো দিন অন্তঃস্থলের 
জানালা, শুধুই বাহির হতে সত্যের 
পরিদর্শন, তাই ছুঁয়ে উঠতে 
পারি নি তার হৃদয়ের 
স্পন্দন, এক 
অপূর্ণ অভিলাষ নিয়ে বুকে, তাই ঘুরে - -
মরেছি নিরন্তর মরু মরীচিকার 
পিছনে অহর্নিশ - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Mark Higden Watercolor Oil Paintings

বন্য পথে - -

না ডুবন্ত, না ভাসন্ত, মধ্যিখানে এই 
নিঃশ্বাস, ভেসে রয় নিসর্গে 
যেন অসংখ্য উপগ্রহ,
তার প্রেমের 
সংজ্ঞা 
খুবই জটিল, এক প্রান্তে বিহানের -  
সূচনা, অন্য দিকে সূর্যের 
অবসান, সকাল ও 
সাঁঝের সন্ধি 
ক্ষণে,
ঠিক অন্ধকার ঘনিয়ে ওঠার আগে,
দেখেছি তার দেহ হতে উঠছে 
অপ্রত্যাশিত অরণ্য 
দহন, ক্রমশঃ 
তীব্রতর,
যখন পাহাড়ের গায়ে ঝরে চলেছে -
মহুয়ার মাদক রস, সে ধরে 
রাখতে চায় আমার 
অস্তিত্ব নিজের 
বুকের 
মাঝে বিক্ষিপ্ত ভাবে, তখন জীবন - -
পুংহরিণ, ধেয়ে যেতে চায় 
বন্য পথে উন্মাদিত, 
অগোছাল 
ভাবে !

* * 
- শান্তনু সান্যাল    

http://sanyalsplanet.blogspot.com/
art by terence mckelin.jpg 2