সোমবার, ২৫ আগস্ট, ২০১৪

মৌন সংকলাপের মাঝে - -

 অন্তরঙ্গন গাছপালা, এবং এক চিলতে
রোদের সেই মৌন সংকলাপের
মাঝে, কোথায় যেন, অচিন 
বিন্দুতে জীবন খুঁজে
বেড়ায় তার
দখল !
সে এক বিশুদ্ধ অনুরাগ অথবা অদম্য
অভিলাষ কিছুই হতে পারে,
অস্বাভাবিক বলতে
এখানে কিছুই
নেই, শুধু
নিজস্ব দৃষ্টিভঙ্গি, সবাই সুখী হতে চায়,
সবাই ছুঁতে চায় উন্মুক্ত হাসির
জন্মাধিকার, কিন্তু কত
জন যে সফলতা
অর্জিত করে
সেটা
আবার ভিন্ন ব্যপার, সে এক নৈসর্গিক
অনুভূতি, বিষের পাত্রে অদৃশ্য ঝরে
প্রণয় সুধা বিন্দু বিন্দু, রাজন
নিঃশব্দ চেয়ে রয় রাজ -
রানী মীরার
উজ্জ্বল
মুখপান, আর স্বঝঙ্কৃত সেতারের মধুর
তান - -

* *
- - শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
art by Marni Maree