নিঃশ্বাসের উষ্মায় লিপ্ত, দেহ গন্ধের অরণ্যে
লুকোনো, পারস্পরিক পরশে ঢাকা ওই
বিগত রাতের রহস্য গুলো
উঁকি দিয়ে চলেছে
ক্রমশঃ - -
কোন নেপথ্য হতে এখনো যেন জল তরঙ
বাজে মদ্ধম মন্থর সুরে, অবশ্যই এক
নজরে সব কিছু ঠিক ঠাক,
নিজের জায়গায়
যেন সব
কিছু গোছানো, বাসী গন্ধে মিশে চলেছে -
সন্নিহিত বাগান বাড়ির নিশি পুষ্পে
মিশ্রিত তীব্র সুগন্ধ, সঙ্গে
সুদুর হতে বয়ে
আসছে
বুনো মাটির মাদকতা, বাতাসে কিছু যেন
গুরুভার, আবার অন্ধকার, তোমার
বুকে, ডেকে তুলবে ভাসা-ভাসা
কুহক অনুভূতি, গভীর
প্রণয়ী আবেগের
উন্মত্ততা,
পুনরায় সবকিছু সহসা এলোমেলো রূপে
করে যাবে তোমায় বিশ্রামহীন,
ওই উড়ু উড়ু মুহুর্তে, তুমি
আবার খুলে বসবে
ভাবনার
সিন্দুক, খুঁজবে অস্থির ভাবে আমার - - -
দেওয়া বিগত রাতের বিস্ময়কর
জীবন্ত নিঃশ্বাসের পুরুষ্কার !
জ্বলন্ত পরশের মধুর
অনুভূতি,
সিক্ত স্পন্দনের লয়ে বাঁধা অদ্ভুত চন্দ্রহার,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by m dtandler
লুকোনো, পারস্পরিক পরশে ঢাকা ওই
বিগত রাতের রহস্য গুলো
উঁকি দিয়ে চলেছে
ক্রমশঃ - -
কোন নেপথ্য হতে এখনো যেন জল তরঙ
বাজে মদ্ধম মন্থর সুরে, অবশ্যই এক
নজরে সব কিছু ঠিক ঠাক,
নিজের জায়গায়
যেন সব
কিছু গোছানো, বাসী গন্ধে মিশে চলেছে -
সন্নিহিত বাগান বাড়ির নিশি পুষ্পে
মিশ্রিত তীব্র সুগন্ধ, সঙ্গে
সুদুর হতে বয়ে
আসছে
বুনো মাটির মাদকতা, বাতাসে কিছু যেন
গুরুভার, আবার অন্ধকার, তোমার
বুকে, ডেকে তুলবে ভাসা-ভাসা
কুহক অনুভূতি, গভীর
প্রণয়ী আবেগের
উন্মত্ততা,
পুনরায় সবকিছু সহসা এলোমেলো রূপে
করে যাবে তোমায় বিশ্রামহীন,
ওই উড়ু উড়ু মুহুর্তে, তুমি
আবার খুলে বসবে
ভাবনার
সিন্দুক, খুঁজবে অস্থির ভাবে আমার - - -
দেওয়া বিগত রাতের বিস্ময়কর
জীবন্ত নিঃশ্বাসের পুরুষ্কার !
জ্বলন্ত পরশের মধুর
অনুভূতি,
সিক্ত স্পন্দনের লয়ে বাঁধা অদ্ভুত চন্দ্রহার,
* *
- শান্তনু সান্যাল
art by m dtandler