দেখো যদি পেয়ে যাও ওই চিঠি
বিলম্বিত ছিল শ্রাবণের আগমন কিংবা মন
নিজেই চেয়েছিল প্রলম্বিত দহন জ্বালা,
জোর করে যেন মধুমাস কে
থামিয়ে রাখা, কিন্তু
সেটা কি সম্ভব,
মৌসুমের
নিজের ব্যক্তিত্ব থাকে, মনের অনুসারে সে -
কোনো দিনই থামে না, তাই প্রেমের
সমীরণ খুবই অস্থির, কখনো
যে দক্ষিণা বাতাস
সহসা দমকা
হাওয়া,
প্রশান্ত ভাবে উঠে, ক্ষণিকে যেন কালবৈশাখী,
করে যায় জীবনের ভূ ভাগ বিধ্বংস,
জানি না কত জন যে ফিরে
আসে ওই নৌযাত্রার
নাবিক,
ঘাটের চাতালে দেখি চিরদিনই অদৃশ্য ক্রন্দন,
উজান দেশের ঠিকানা বিহীন
চিঠি, ভেসে আসে প্রায়ঃ
জোয়ারের তরঙ্গে,
ভাটার জলে
আবার
যায় হারিয়ে ভোরের স্বপ্নের সঙ্গে বহু দূর - - -