শুক্রবার, ১ জুন, ২০১২


আঁধার পারে - - 
যেখানে বালির খেলা ঘর গেছে ধসে, ওই সৈকতে 
আবার আবেগী ঢেউ খুঁজে, আমার ঠিকানা,
নিজস্ব সম্পদ বলতে ছিল, কিছু ভাঙা
ঝিনুকের খোল, চমকহীন কিছু 
এলোমেলো স্বপ্ন, জানি না 
সে খুঁজে পেয়েছে কি -
সিক্ত পঞ্জিকার 
ছেঁড়া পাতা, পুরাতন বইর বুকে শুষ্ক ফুলের গন্ধ,
সৃষ্টির আগে সূর্য্য ছিল নতজানু, অনিচ্ছায় 
হয় ত গেছে অস্তাচলে, তাই দেখি 
লহরের গায়ে খেলে যায় 
ব্যথিত, রক্তিম বর্ণ 
নিস্তেজ আলো, 
পরিশ্রান্ত সাঁঝ, খুবই নিকটের মানুষ, তাই ফিরে 
ফিরে আসে হৃদয়ের কাছে, কিছু ক্ষণ 
থামে, সারা দিনের নানান গল্প 
করে, রেখে যায় কিছু 
অবিকশিত পুষ্প 
রিক্ত হাতে,
বলে উঠি, জীবনের যাত্রা এখনো অনেক বাকি -
হয় ত আবার আঁধার পারে দেখা 
হবে - - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

painting by Penny