সে এক অদৃশ্য রঙে, গেছে রাঙিয়ে
অন্তরতমের পৃথিবী, তার
টেকসইতা বাঁধা
যায় না
কালের দৃষ্টিকোণে, ওই প্রণয়ের -
প্রবাহে গেছে ভেসে, সমস্ত
কিছু, এখন জীবন
এক উড়ন্ত
ঘুড়ি,
ঘাতক সুতো রয়েছে তার হাতে !
ওই নিঃশ্বাসের অক্ষ বিন্দুর
মাঝে, কোথায় যেন
আটকিয়ে আছে
প্রাণের
গ্রাফ সাংঘাতিক ভাবে, অহর্নিশ -
অনিশ্চয়তা সঙ্গে, হৃদয়
দুলে রয় মুক্ত
আকাশে,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by Mikki Senkarik 1
অন্তরতমের পৃথিবী, তার
টেকসইতা বাঁধা
যায় না
কালের দৃষ্টিকোণে, ওই প্রণয়ের -
প্রবাহে গেছে ভেসে, সমস্ত
কিছু, এখন জীবন
এক উড়ন্ত
ঘুড়ি,
ঘাতক সুতো রয়েছে তার হাতে !
ওই নিঃশ্বাসের অক্ষ বিন্দুর
মাঝে, কোথায় যেন
আটকিয়ে আছে
প্রাণের
গ্রাফ সাংঘাতিক ভাবে, অহর্নিশ -
অনিশ্চয়তা সঙ্গে, হৃদয়
দুলে রয় মুক্ত
আকাশে,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by Mikki Senkarik 1