সুদুর বর্ষা বনে
রঙের লহরে যখন ভেসে উঠে আকাশের শুন্যতা,
সাঁঝের আঙ্গুল ধরে, হেঁটে আসে আনীল
অন্ধকার, সেই পুলকিত ক্ষণে
অনন্য সৌরভে ভরে
উঠে হৃদয়ের
আঙ্গিনায়,
তার চোখের ভাষায় জীবন খুঁজে অপ্রত্যাশিত - -
ভাবে ভেসে আসা, নামবিহীন ফুলের
গন্ধ, কিছু মধুমাসের পরশ,
কিছু আর্দ্র অনুভূতি,
পাতাঝরার
শব্দে
লুকিয়ে রয় তার মৌন ভালবাসা, তখন মন যেন
পথ হারানো প্রজাপতি, আকুল হয় উঠে
ভিজা মাটির গন্ধে, উড়ে যেতে
যায় অজানা অঝর বৃষ্টির
অরণ্যে, ছুঁতে চায়
তার গোপন
প্রণয়ের
শিহরণ, নিঃশব্দ চেয়ে থাকে রহস্য ভরা চোখে - - -
- শান্তনু সান্যাল
sky of whimsy - painting by Artist Kimberly Conrad.jpghttp://sanyalsplanet.blogspot.in/