মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১২

স্বপ্নীল অর্ঘ্য - -

বিস্ফারিত চোখে তার গভীর অনুপ্রবেশ,
ঠিক পুজো মণ্ডপের মুখ্য দ্বারে, ওই 
এলোমেলো চুলের মুখ, উঠন্ত 
কন্ঠ হাড়, মলিন টি 
শার্টে ঢাকা 
দুর্বল 
পাঁজর, চেয়ে রয় হারানো শৈশবের স্বপ্ন,
প্রতিমার সাজ সজ্জার মাঝে সে খুঁজে 
বিচ্ছিন্ন মাতৃত্ব, জন অরণ্যে 
ছুটে যাওয়া শক্ত আঙ্গুল,
বুকে জড়ানো সেই 
ভাসা ভাসা 
আপন 
গন্ধ, সুদূরে সরে যাওয়া ইংরেজি স্কুলের 
ঊষাকালীন প্রার্থনা, ঢাকের ধিতাং 
তালে সে খুঁজে বেড়ায় কটু 
সত্য, বেঁচে থাকার 
মন্ত্র, ফিরে 
আসে 
নিজের জগতে, ফেকাশে কিন্তু বাস্তবিক 
জীবনের ধরাতল, হয় ত একদিন 
সে ও মাখবে দেহ ও প্রাণে 
বহিরাগত তীব্র গন্ধ,
নিয়ে হাতে কিছু 
আসল ফুল 
যাবে পূজার প্রাঙ্গনে, ফিরে যায় সে একাকী 
অন্ধকার গলির মুখে, নিয়ে স্বপ্নীল 
অর্ঘ্য বুকে - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by ARUP LODH - Kolkata - India