বহিঃস্থ উজ্জ্বলতার পিছনে যায় দৌড়িয়ে
সমস্ত পৃথিবী ! প্রকৃত সৌন্দর্য্যের
নিয়তি, শুধুই নেপথ্যের
আঁধার, তবুও
মনের
ভিতরে জেগে রয় ক্ষুদ্র মাটির প্রদীপ - -
জ্বলে দিবা নিশি, নিয়ে বুকে
একরাশ পারদর্শী
আলোর
শিখা, চোখের পথে এস কোনো দিন কি -
এখনো জীবনে আছে কিছু অদেখা
স্বপ্নের সম্ভাবনা, এখনো
হৃদয় চায় মাটির
কিন্তু খাঁটি
সোনার
মানুষ, যে অগ্নিপথের সহযাত্রী হবার - -
ভাবনা রাখে মনে, গড়তে চায়
অনুরাগময় অদ্বিতীয়
পৃথিবী - -
* *
- শান্তনু সান্যাল