বুধবার, ১৩ নভেম্বর, ২০১৩

মধুরীম পৃথিবী - -

 আর ফিরে যেতে চাই না, ওই দহন জ্বালার 
মাঝে, নিয়ে চল আমায় বহু দূর
অন্য কোথায়, সর্পিল পথে -
যার দুই ধারে ফুটে 
আছে চির 
মুকুলিত, আলোময় রঙীন ফুলের বীথিকা !
আর ডেকো না আমায় হারানো 
বাঁকের, ওই উদাস মাইলের
বিবর্ণ পাথর, আমি 
আর জানতে 
চাই না,
কোথায় বিঁধে ছিল আঙ্গুলের ডগায় বুনো - -
কাঁটা, কোথায় ঝরে ছিল যে মধুমাসে 
হৃদয়ের পূর্ণ বিকশিত কৃষ্ণচুড়া, 
এখন আমার দৃষ্টির 
সীমানায়,
শুধুই 
ভাসে জীবন্ত স্বপ্নের কুঞ্জগলি আর মধুরীম 
পৃথিবী নব প্রত্যাশা - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by -aziz-mohammed