শুক্রবার, ৩ আগস্ট, ২০১২


গভীর অঞ্চলে 

বহির্গামী আলোর আড়ালে রইলো আঁধার সঘন, 
ছদ্ম কিরণ ঘুরে বেড়ায় দেউল চূড়ার গায়ে,
জন্ম মৃত্যুর দুই স্তম্ভের মধ্যে বাঁধানো,
প্রীতির মোচড়ানো দড়ি, উপরে
নগ্ন পায়ে হেঁটে চলেছে 
নিয়তির মল্ল 
খেলুড়ে,
লাঠির দুই অন্তে ঝুলে আছে রোদ মেঘের খেলা,
ওই শুন্যের নিচে চেনা অচেনা মানুষের 
ভীড়, বিস্ময়ে চকিত চোখের 
তলে আতঙ্কের ছায়া, 
বুকের ভিতরে 
রহস্য 
রোমাঞ্চের মেলা, হাসি কান্নার পার্শ্বে দাঁড়িয়ে 
রয় জীবন একাকী, নীরব পৃথিবী 
মৌন আকাশ, স্থির সমুদ্র,
তা সত্তেও ভেসে 
যায় 
উদ্বর্তনের ধারা, অন্তর্তমের গভীর অঞ্চলে - - - 

- শান্তনু সান্যাল  

akone walker
http://sanyalsplanet.blogspot.in/