বুধবার, ৫ মার্চ, ২০১৪

মিলন বিন্দু - -

উজ্জ্বল রাতের ওই হাসনুহানার গন্ধে 
ভেজা মুহুর্তগুলো পুনরায় চায় 
জীবন্ত হতে, তোমার ওই 
মুক্তো ঝরানো 
হাসির 
মাঝে ছিল একদিন জীবন থেকে দীর্ঘ 
খুশি, আমার উন্মুক্ত বুকে ছিল 
সেদিন ঝিনুকের সাত 
রঙের প্রতিফলন,
তোমার 
গভীর চোখে দেখে ছিলাম সেই মুহুর্তে 
জম্ন জন্মান্তরের প্রতিশ্রুতি, 
তুমিও খুঁজে পেয়ে 
ছিলে আমার 
হৃদয়ে 
চিরস্থায়ী আশ্রয়স্থল, নীরব সংলাপে -
জীবন বেঁধে ছিল স্বপ্নের বাসা,
অরণ্য ফুলের উপত্যকায়
কোথায় যেন 
তখন 
আমরা গেছি হারিয়ে, শুধু এক মধুর 
গন্ধে ভরা রইলো পরিবেষ্টন, 
সে দিন হতে আজ 
পর্যন্ত, কেউ 
খুঁজে 
পাই নি, দেহ ও প্রাণের ওই নিখোঁজ -
মিলন বিন্দু !

* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
jim' s watercolor creation