রোজ ভোরের ওই অজানা পাখির শিসে
ঘুম যায় ভেঙ্গে, আবছা আলোয়
বেড়িয়ে পড়ি, যথারীতি
সংকিপ্ত প্রভাতের
পরিভ্রমণে,
দেখি নীরব পথে, কিছু নেড়ি কুকুরের
দল, বেশ ঘুমিয়ে আছে মাঝ পথে,
খুবই শান্ত, মনে হয় সারা
রাত তারা অবিরল
ভাবে খেঁকিয়ে
গেছে,
নিজস্ব বুমেরাঙ্গের সাথে, প্রতিধ্বনির
জগৎ খুবই নিষ্ঠুর, নীরবে করে
যায় অদৃশ্য কুঠারাঘাত !
মানব অথবা
পশু
তার অদৃশ্য ছায়া হতে মুক্ত কোথায় !
দেখি কিছু দূরে, সোনালী
অমলতাসের নীচে
দাঁড়িয়ে আছে
এক
বয়োবৃদ্ধ মানুষ, খুবই নিগৃহিত রূপে,
চেয়ে আছে অনিমেষ চোখে
মেঘ বিহীন, গ্রীষ্মের
তপ্ত আকাশে,
অবশ্যই
রাস্তার দুই ধারে, এখনো ভেসে আছে - -
কিছু ঝুমকো লতার গন্ধ !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by marina petro 1
ঘুম যায় ভেঙ্গে, আবছা আলোয়
বেড়িয়ে পড়ি, যথারীতি
সংকিপ্ত প্রভাতের
পরিভ্রমণে,
দেখি নীরব পথে, কিছু নেড়ি কুকুরের
দল, বেশ ঘুমিয়ে আছে মাঝ পথে,
খুবই শান্ত, মনে হয় সারা
রাত তারা অবিরল
ভাবে খেঁকিয়ে
গেছে,
নিজস্ব বুমেরাঙ্গের সাথে, প্রতিধ্বনির
জগৎ খুবই নিষ্ঠুর, নীরবে করে
যায় অদৃশ্য কুঠারাঘাত !
মানব অথবা
পশু
তার অদৃশ্য ছায়া হতে মুক্ত কোথায় !
দেখি কিছু দূরে, সোনালী
অমলতাসের নীচে
দাঁড়িয়ে আছে
এক
বয়োবৃদ্ধ মানুষ, খুবই নিগৃহিত রূপে,
চেয়ে আছে অনিমেষ চোখে
মেঘ বিহীন, গ্রীষ্মের
তপ্ত আকাশে,
অবশ্যই
রাস্তার দুই ধারে, এখনো ভেসে আছে - -
কিছু ঝুমকো লতার গন্ধ !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by marina petro 1