মঙ্গলবার, ২৬ জুন, ২০১২


শিখাবিহীন মোম
উদাসীনতার কারণ খুঁজতে চায় না মন, তাই সহজে 
খুলে দিলাম বন্ধ বাতায়ন, নিঃশ্বাসের ঘনীভূত 
বেদনা নিয়ে চোখে, সে চেয়ে আছে শুন্যে,
ওই শুন্যের মাঝখানে সাজিয়ে দিতে 
চায় হৃদয়, আকাশগঙ্গার আলো,
ভরে দিতে চায় তার রিক্ত 
বুকের মাঝে জীবন্ত 
স্বপ্নের গরিমা, 
স্পন্দনের তরঙ্গে ভাসিয়ে দিতে সর্বস্ব, যেন অগ্রসর 
এই জীবন, সিক্ত পলকের উপরে থেমে আছে;
কিছু রঙ্গীন বিন্দু, বোধ হয় সে জানে 
না, কাজেই সে মুখ ফিরিয়ে
চলেছে অজানা পথে 
একাকী, ক্লান্ত 
স্ব বিসর্জনের পথ হতে ফিরে যদি সে আসে, কোনো 
ভাবে, সুতরাং এই মুহুর্তে অস্তিত্ব চায় নিজে 
কে পুড়িয়ে দিতে, কারণ খুবই স্পষ্ট,
শিখাবিহীন জীবন শুধুই এক 
রুক্ষ মোমের ধরাতল,
বিরূপ পরিত্যক্ত 
অস্থি পিঞ্জর - - 
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


art by Marina Petro