শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

কিসের গন্ধ যেন - -

ওই চিরকালীন আলো আঁধারের খেলা - 
নেপথ্যে দাঁড়ানো নিয়তির ছায়া,
কখনো আধ খোলা দরজার 
মুখে তোমার নীরব 
ভাবে আমায় 
চাওয়া,
ওই ভাঙা সিঁড়ি হতে আমার উদাস - - -
মনে নীচে নেমে যাওয়া, আবার 
অলিন্দের কাপড় সরিয়ে 
ভিড়ে হারাবার 
আগে -
তোমার মৌন সন্ধান, ফুটপাথ, গলি, - -
উড়াল সেতু পেরিয়ে অন্ধকার 
বস্তির মোড়ে, অস্তিত্ব 
তখন খুঁজে 
চলেছে,
কম্পিত রাতের এক অভয়ারণ্য, বাতিল 
রেল লাইনের সমান্তরালে, একাকী 
বহু দূর, সারা রাত হেঁটে 
যাওয়া, বাতাসে 
এখনো 
যেন লেগে আছে তোমার দেহের উত্তপ্ত - 
গন্ধ অথবা এটোকাঁটা বিতৃষ্ণা !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
golden beauty