বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

জোনাকিরা কী গান জানে - -

 

নতুন কিছু গান লিখে রেখো বলে গেছে
যেতে যেতে শ্বেতপর্ণী মেঘের পসরা,
দামাল স্বপ্নের ভর দুপুরে পাড়া
বেড়ানো ভালো লাগে
অনেক সময়ে
পেঁচানো
সহজ কথা, ডাক দিয়ে যায় কে যেন ছাদের
সীমানায়, ছেঁড়া ঘুঁড়ি পেঁচিয়ে রয়েছে
পায়রার পায়ে, সরিয়ে দিতে
চায় মন আকাশের
গায়ে মেঘের
আনাগোনা,
ঠাকুরের
ওই
ছোট্ট কাঁসার থালে নকুলদানায় ফু দিতে ইচ্ছে
করে ! দুপুরের এই ছটপটানি, দেয়ালের
গায়ে চল গিয়ে লিখি আবোল
তাবোল কাহিনী, কুমুদিনী
কি বিন্দুর ছেলে
আস্তে করে
খুলে
দরজা, চল দৌড়িয়ে যাই নদীর পারে পাখিরা
ও কি দুপুরে ঘুমোয়, দেখেছি ঘুঘুর হাঁপানি
শালিকের হা করে চাওয়া, কোকিলর
ডাকে অলস প্রহরের বিরক্তি,
কড়ি দিয়ে খেলি মনের
দেয়া নেয়া ছক
কেটে রয়
তোমার
চোখের দুষ্টু চাহনি, তোমার জীতে যাওয়া
নিয়ে আসে সাঁঝের মুখে কিছু ভেজা
হাসি, ওই ধুলার হাওয়ায় উড়ে
যায় ক্লান্ত জীবনের ঝরা
পাতা, ছিঁটে ফোটা
বর্ষায় মন ধেয়ে
যায় কুড়োতে,
আম্রকুঞ্জে,
পুরাতন কাঁচা গল্প ! ভেজা দেহে উঠোনে
দাড়ায়ে ছুঁতে চায় মন আদরের
বকুনি, ভালবাসার বৃষ্টি
দরজার আড়ালে
কাপড় বদলিয়ে
মন হয় উঠে
কিশোর,
সজল
রাতের অন্ধকারে, ঝড় যায় থেমে জোনাকিরা
কী গান গায়, খুব জানতে ইচ্ছে করে
এক দিন আবার তাদের সঙ্গে
করব সেধে আলাপ
লিখতে হবে
যে কিছু
নতুন গান, জীবনের অভিজ্ঞান !
--- শান্তনু সান্যাল