সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

ভাসন্ত শব্দের চিঠি - -

কিছুই ন বলে সে বলে গেছে অনেক কিছু, 
চোখের সেই রহস্যময় ঝিলিকে ছিল 
জীবনের সংক্ষিপ্ত বিবরণ, মর্ম 
বুঝতে প্রাণ যায় হারিয়ে !
আজ ও সে আছে 
হৃদয় জুড়ে 
অদৃশ্য 
আধিপত্য নিয়ে বুকে, ঝরে যায় নিশীথ -
রাতে, এক লয়ে বিন্দু বিন্দু আকাশ
হতে পিপাসিত অধর তীরে, 
তবু যেন রিক্ত মনের 
শুকনো লবণাক্ত
হ্রদ, সারাটা 
সময়  
শুধুই চেয়ে রয় উড়ন্ত পাতলা মেঘের দল !
যদি অপ্রত্যাশিত ভাবে দিয়ে যায় 
কোনো দিন, সজল শ্রাবণের
ভাসন্ত শব্দের চিঠি !

- শান্তনু সান্যাল
cluster bloom