কোন পাতা ঝরার মৌসুমে তুমি
বলেছিলে,পল্লব বিহীন
গাছের দিকে
তাকিয়ে,
নতুন কিছু পাওয়ার আগে এই -
ভাবেই জীবন যায় ঝরে,
পুরাতন শরীরে
নবীনতার
সঞ্চার,
তখন হয়'ত আমি তার তাৎপর্য
বুঝি নি, মনে মনে হেসেও
ছিলাম, তোমার ওই
দার্শনিক ভাবটা
দেখে !
অবশ্যই, ওই ঘটনার পরে বহু -
বার ঝরেছে, জানা অজানা
গাছের শাখা প্রশাখা,
গজে উঠেছে
পুনরায়
হলদে সবুজে একাকার কিশলয় -
কচি পাতার গুচ্ছ, ক্রমে -
ক্রমে ফুলের বাহার,
সত্যি, প্রকৃতির
আছে
নিজস্ব এক সংবিধান, অনবরত
সময় - চক্রের সাথে ঘুরে
যাওয়া, কিন্তু জানি
না কেন, বহু
জীবনের
সাথে ব্যতিক্রমও থাকে যথারীতি
জড়ায়ে, তারা দাঁড়িয়ে রয়
নদীর গর্ভে নগ্ন দেহে,
আকাশমুখী,
একাকী !
মৌসুমের প্রভাব হতে চির মুক্ত -
শুকনো গাছের মত, শুন্য
অভিলাষী - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Roses-flower-arrangement
বলেছিলে,পল্লব বিহীন
গাছের দিকে
তাকিয়ে,
নতুন কিছু পাওয়ার আগে এই -
ভাবেই জীবন যায় ঝরে,
পুরাতন শরীরে
নবীনতার
সঞ্চার,
তখন হয়'ত আমি তার তাৎপর্য
বুঝি নি, মনে মনে হেসেও
ছিলাম, তোমার ওই
দার্শনিক ভাবটা
দেখে !
অবশ্যই, ওই ঘটনার পরে বহু -
বার ঝরেছে, জানা অজানা
গাছের শাখা প্রশাখা,
গজে উঠেছে
পুনরায়
হলদে সবুজে একাকার কিশলয় -
কচি পাতার গুচ্ছ, ক্রমে -
ক্রমে ফুলের বাহার,
সত্যি, প্রকৃতির
আছে
নিজস্ব এক সংবিধান, অনবরত
সময় - চক্রের সাথে ঘুরে
যাওয়া, কিন্তু জানি
না কেন, বহু
জীবনের
সাথে ব্যতিক্রমও থাকে যথারীতি
জড়ায়ে, তারা দাঁড়িয়ে রয়
নদীর গর্ভে নগ্ন দেহে,
আকাশমুখী,
একাকী !
মৌসুমের প্রভাব হতে চির মুক্ত -
শুকনো গাছের মত, শুন্য
অভিলাষী - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Roses-flower-arrangement