বুধবার, ২৪ অক্টোবর, ২০১২

আমাদের মধ্যে - -

যাও - - তুমি ও যাও, কোনো চুক্তি ছিল কি 
কোনো দিন আমাদের মধ্যে, বোধ হয় 
না, এত খটকা কিসের, স্পষ্ট 
বিনিময়, নিঃশ্বাসের 
আদান প্রদান,
কেবল 
কিছু ক্ষণের মানসিক ভাঙন, অনুতাপ -
লজ্জার কিছুই নাই, সবাই একদিন 
ভেঙ্গে যায় অঙ্গীকারের কাঁচা 
সুতো, কাচের নির্মাণের
পিছনে চিরদিন 
লুকিয়ে রয়
মৌন 
ভেঙ্গে যাওয়ার আতঙ্ক, তাই এত বানিয়ে 
সাজিয়ে বলার কিছু অর্থ আছে কি,
আরশির পারদর্শিতা ছিল 
সাময়িক, মৌসুমের 
নিয়ম বদলানো 
সহজ নয়,
প্রেমের পারদ ; যদি যায় খসে আশ্চর্য্যের 
প্রশ্ন  উঠে  না, প্রতিবিম্ব ক্রমশঃ 
যখন যায় হারিয়ে, বিকল্প 
রয় যায় হাতে দুটো,
দর্পণের পূর্ণ 
প্রতিস্থাপন কিংবা স্বেচ্ছায় আঘাত দিয়ে 
জীবন্ত ভাঙন, বিকৃত প্রতিফলন 
নিয়ে বুকে নিকটবর্তী 
শয়ন, ভরে যায় 
শুধু ছলনার 
গরল,
তাই বলি সময় এখনো আছে হাতে, যদি 
চাও খুঁজে নাও নিজেই মুক্তির পথ,
তুমি ভালই ভাবে জানো
আমাদের মধ্যে 
সন্ধি 
বলতে কিছুই নাই কিছুই ছিল না, কোনো
দিন থাকবে কি - - 

- শান্তনু সান্যাল
painting by PRITI GHOSH