সে গেছে বহে মরু নদীর রূপে বারংবার !
তবুও বুকের দুই ধারের বালির -
স্তূপ, যথারীতি চেয়ে রয়
সন্ধ্যার মুখে, চির
তৃষিত
নয়নে, এ কেমন গুহ্য দহন, জ্বলে সতত
দিবা নিশি অন্তরতমে ! এ কেমন
ভালবাসা কখনো হৃদয়ের
খুব কাছে, আবার
অনেক
সময়ে ভেসে রয় আকাশের গায়ে মায়াবী
মেঘের রূপে, শুধুই সজলতার
প্রদর্শনী ! এ কেমন
প্রবণতা -
মৌন দাঁড়িয়ে রয় জীবন নিলামের ছকে,
* *
- শান্তনু সান্যাল
art by j.cianalli