বুধবার, ৭ আগস্ট, ২০১৩

সজলতার প্রদর্শনী - -

সে গেছে বহে মরু নদীর রূপে বারংবার ! 
তবুও বুকের দুই ধারের বালির -
স্তূপ, যথারীতি চেয়ে রয় 
সন্ধ্যার মুখে, চির 
তৃষিত 
নয়নে, এ কেমন গুহ্য দহন, জ্বলে সতত 
দিবা নিশি অন্তরতমে ! এ কেমন 
ভালবাসা কখনো হৃদয়ের 
খুব কাছে, আবার 
অনেক 
সময়ে ভেসে রয় আকাশের গায়ে মায়াবী 
মেঘের রূপে, শুধুই সজলতার 
প্রদর্শনী ! এ কেমন 
প্রবণতা -
মৌন দাঁড়িয়ে রয় জীবন নিলামের ছকে,
* * 
- শান্তনু সান্যাল 
art by j.cianalli

ছেঁড়া দড়ির কাহিনী - -

আত্মীয়তার বসন ছিল কাঁচা রঙ্গী, কিছু 
দিন রইলো দেহ ও ভাবনা সাথে 
জড়িয়ে, পরবর্তী কালে 
ক্রমশঃ গেছে 
রং উঠে,
তাই ছাতের এক কোণায়, দড়ির শেষ -
প্রান্তে রইলো ফেলানো, পেরকের 
সাথে ওই অস্থায়ী চুক্তি, 
ঝড় বাদল থেকে 
ভয় মুক্তি,
কিছু পরিচিত চড়ুই পাখিরা, প্রায়শ - - 
গেছে ঠোকরিয়ে, সবাই যেন 
নিজের নীড় নিয়ে ব্যস্ত,
যত দিন থাকে 
চমক -
দমক আয়না ও যায় ভালোবেসে, তার 
পরে শুন্য দড়ি ঝুলে রয়, প্লাস্টার
খসা ছাতের সীমানার 
দেয়ালে একাকী 
নিঃশব্দ !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
unknown source of art - -