শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১১


লক্ষ্যহারা উন্মজ্জন 

ফেলানো ছেঁড়া আরামকেদারা, সামনে অলিন্দের সেই 
পরিচিত ছোট পাখি ! হয় ত টুনটুনিই হবে, 
নিয়মিত ভাবে, রোজ সকালে এসে,
পুরাতন দিনের নতুন খবর
নিয়ে উড়ে যায় নিমেষে, 
জীবনের এই প্রান্তে 
কিছু টুকরো 
সোনালী 
রোদ, অলস ভাবে পড়ে থাকে, ঠিক শ্যাম শ্বেত 
অর্ধেক খোলা অ্যালবামের জর্জর পৃষ্টে, 
খুঁজে মন এক মুঠো রঙ্গীন মেঘের 
গুঁড়ো, ভরে দিতে চায় হৃদয় 
আড়ালে দাঁড়িয়ে, নিঃশব্দ 
তার সজল নয়নের 
কোণে, সে টের
ও পায় নি 
কিংবা 
সময় হয় উঠি নি, কখন, কেমন করে উড়ে গেছে 
অনুরাগের হালকা, মিহি বারিদের তুলো,
গায়ে ছাইরঙ্গী শাল দিয়ে জীবন,
চেয়ে আছে সুদূরে উঠন্ত 
সূর্যের লাঠি নিয়ে 
কুহাশায় ধীরে 
ধীরে 
হেঁটে যাওয়া, খবর কাগজের ওই গুটানো রূপ টা
দেখতে ভালো লাগে, কিন্তু যখন ওই 
অলিন্দের সীমানা পার করে 
ধপাস করে মেঝে পড়ে,
ভীরু পাখিটি আর 
কিছু ক্ষণ উড়ে 
ফিরতে চায় 
না,
জানি না সে এখন হয় ত ব্যস্ত নতুন বাসা গড়তে !
কাগজের পাক খুলতে ভয় পায় মন, প্রতি 
অক্ষরে জীবন যেন দাঁড়িয়ে আছে 
নিয়ে ক্রুসবিদ্ধ শরীর, পৃথিবী 
টা স্থির, মানুষেরা 
ঝাঁকিয়ে তার 
নৈসর্গিক 
আবর্তন কেড়ে নিয়েছে, সে এখন দিশাহারা, 
গড়িয়ে চলেছে অন্তরীক্ষে জানি না 
কোথায়, নিয়তিবিহীন পথে,
একাকী, উধ্বস্ত ---

--- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/




রিক্ত রেখাচিত্র 

ভালবাসার মূল্য জানতে খুব ইচ্ছে ছিল, 
তাই কুড়িয়ে গেলাম কিছু ঝরা 
কাগজের ফুল, পাখিদের 
রঙ্গীন পালক, ভাঙা
ঝিনুকের খোল, 
শল্কের কিছু 
আলো, 
ঘর বাঁধার হয় ত ছিল এক দিন তীব্র 
আগ্রহ, বাঁধতে পারি নি, তাই 
বাবুইপাখির পরিত্যক্ত 
নীড় দিয়ে সাজিয়েছি 
বৈঠক খানার 
রিক্ত 
দেত্তয়াল, কি হলো যদিও ভাড়াটে ঘর,
স্বপ্নগুলো মরে না কোনো দিন,
বিলুপ্তির ত প্রশ্নই উঠে না,
ওই দুরে, রেল লাইনের 
পারে, সবুজ মাঠ 
পেরিয়ে, সে 
রোজ 
ভোরে, আবছা আঁধারে দৌড়িয়ে কার 
সঙ্গে যেন মিলতে যায়, তাদের 
সম্পর্ক টা বৈধ কি অবৈধ, 
জানি না, কিন্তু সে যায় 
আপন মনে, গায়ে 
ঢেলে বহু তারক 
অলংকার,
আমি কৌতুহলে পলকহীন চেয়ে রই তার 
ললাটের প্রদীপ্ত  টিকা, গ্রীবার ঝলমল 
নীহারিকার চন্দ্রহার, সে যেন 
সব কিছু গুটিয়ে চলেছে 
দিগন্তের দিকে দ্রুত 
বেগে, ঝরিয়ে 
পথে অনেক 
শিউলির মুকুল, শিশির ভিজা স্বপ্নের কণা, 
জানি সে কথা রাখি নি, রাখতে পারে 
না, ভালবাসে কি না সেও জানি 
না, এইটুকু জানি সে আসে 
যখন সূর্য্য ঘুমিয়ে পড়ে,
নিরব, শব্দহীন, 
ভরে যায় 
শুন্য 
বুকে, আগামী দিনের জন্য নতুন রেখাচিত্র.

-- শান্তনু সান্যাল
painting by roy fuller