শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১২


অগোচর প্রেম 

পাহাড়ী নদীর সরু স্রোতে ভেসে চলেছে
জীর্ণ পাতার সাথে মনের অবসাদ,
ডাক দিয়েছে   কে যেন আবার
মধুমাসের আড়ালে , নুয়ে 
চলেছে পলাশের 
ডাল, ভরে 
গেছে অরণ্য পথে মহুয়ার আভাস,
কোন দহনে উঠে ধোঁয়ার 
বাদল উপত্যকার 
বুকে, কে 
ধরিয়ে গেছে হিয়ার মাঝে মধুরিম 
আবেগ, জাগিয়ে গেছে যেন 
শান্ত ঝিলে অস্থিরতা 
অকস্মাৎ, 
হারিয়ে চলেছে জীবন গুরু গম্ভীরতা 
হঠাৎ, প্রতি মুহুর্তে কাঁপিয়ে 
যায় কড়া নাড়ার শব্দ, 
উড়ে আসে কোথা
হতে জানি 
না -
গোলাপী খাপে শিমুল তুলোর সাথে 
সুরভিত  চিঠি দিয়ে যায় কে 
যেন রিক্ত হাতে, চেয়ে 
রয় জীবন মন্ত্রমুগ্ধ
বসন্তের ওই 
অগোচর ভালবাসা, এই স্বপ্নের জাল 
বয়নে  হারিয়ে যায় তখন 
তিক্ত উদাসীনতা, 
পাওয়া না 
পাওয়ার যন্ত্রণা হতে প্রাণ চায় স্বাধীনতা !

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/