মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০১৪

নগ্ন সত্যের ধরাতলে - -

যখনই গেছে নিঃশেষ হয়ে সুগন্ধের ওই
অনন্য আতরদানী, মেঝের উপরে
ছিল কিছু ছড়ানো কাচের
টুকরো, জোরাল
ও ধারাল !
যখনই
বিঁধেছে আঙুলের ডগায় অদৃশ্য কাঁটা,
তখন হয়'ত আমি ফিরেছি সুদুর
হতে নগ্ন সত্যের ধরাতলে,
দেহের শিশি খুবই
পলকা একটু
যত্নহীন
হলেই সব কিছু শেষ, পরিমণ্ডলে রয়ে
যায় কিছু সুরভিত স্মৃতির মিহি
কণা, ভাসন্ত এক অনুভূতি,
কিছু সিক্ত কিছু উষ্ণ,
যাকে বলে
অসময়ের স্যাঁতসেঁতে ভাব, হৃদয় - -
তখন থমথমে আকাশ, মেঘ
ঘনিয়ে আসে চোখের
তীরে, কিন্তু এক
ফোঁটা ও
ঝরে না, সন্ধ্যার বুকে ফুটে রয় বহু
মরুলিলি গন্ধবিহীন - -

* *
-  শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
 art by NORA KASTEN

কাচিক ডানার প্রতিফলন - -

চিরদিনের প্রীতি, আমি জানি কোনো -
ভাবেই ব্যবহারিক হতে পারে
না, হাড় মাংসের এই
খাঁচার আছে
নিজস্ব
বাধ্যবাধকতা, তাই বারংবার পেঁচিয়ে
গুছিয়ে তার প্রেমের দাবি, অনেক
সময়ে কেমন যেন অপ্রাকৃত
মনে হয়, তবুও ওই
অনুনয়ের
ফাঁদে না চাওয়ার সত্তেও, হৃদয় যায় - -
আটকিয়ে, হটাৎ তখন জীবন
যেন শিশিরে ভেজা
পদ্ম পাপড়ি,
আর - -
হলদে সকাল অকস্মাৎ যেন মায়াভরা
দিবা স্বপ্ন ! হৃদয় চায় খুলে দিতে
সমস্ত বন্ধ বাতায়ন, দেখতে
চায় উড়ন্ত প্রজাপতির
কাচিক ডানার 

প্রতিফলন।

* *
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.in/
Pastel by Lyn Diefenbach