যখনই গেছে নিঃশেষ হয়ে সুগন্ধের ওই
অনন্য আতরদানী, মেঝের উপরে
ছিল কিছু ছড়ানো কাচের
টুকরো, জোরাল
ও ধারাল !
যখনই
বিঁধেছে আঙুলের ডগায় অদৃশ্য কাঁটা,
তখন হয়'ত আমি ফিরেছি সুদুর
হতে নগ্ন সত্যের ধরাতলে,
দেহের শিশি খুবই
পলকা একটু
যত্নহীন
হলেই সব কিছু শেষ, পরিমণ্ডলে রয়ে
যায় কিছু সুরভিত স্মৃতির মিহি
কণা, ভাসন্ত এক অনুভূতি,
কিছু সিক্ত কিছু উষ্ণ,
যাকে বলে
অসময়ের স্যাঁতসেঁতে ভাব, হৃদয় - -
তখন থমথমে আকাশ, মেঘ
ঘনিয়ে আসে চোখের
তীরে, কিন্তু এক
ফোঁটা ও
ঝরে না, সন্ধ্যার বুকে ফুটে রয় বহু
মরুলিলি গন্ধবিহীন - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by NORA KASTEN
অনন্য আতরদানী, মেঝের উপরে
ছিল কিছু ছড়ানো কাচের
টুকরো, জোরাল
ও ধারাল !
যখনই
বিঁধেছে আঙুলের ডগায় অদৃশ্য কাঁটা,
তখন হয়'ত আমি ফিরেছি সুদুর
হতে নগ্ন সত্যের ধরাতলে,
দেহের শিশি খুবই
পলকা একটু
যত্নহীন
হলেই সব কিছু শেষ, পরিমণ্ডলে রয়ে
যায় কিছু সুরভিত স্মৃতির মিহি
কণা, ভাসন্ত এক অনুভূতি,
কিছু সিক্ত কিছু উষ্ণ,
যাকে বলে
অসময়ের স্যাঁতসেঁতে ভাব, হৃদয় - -
তখন থমথমে আকাশ, মেঘ
ঘনিয়ে আসে চোখের
তীরে, কিন্তু এক
ফোঁটা ও
ঝরে না, সন্ধ্যার বুকে ফুটে রয় বহু
মরুলিলি গন্ধবিহীন - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by NORA KASTEN