সোমবার, ২৮ এপ্রিল, ২০১৪

ঘুম নেই কেন চোখে - -

তারা সবাই ভালো আছে, নিজের -
সীমাবদ্ধ পরিবেশে, তোমার 
চোখের নাগালে আছে 
শুধুই, বিবর্ণ 
দেয়ালে,
ঝুলানো ছেঁড়া ক্যালেন্ডার, ধোঁয়ার 
কালচে রং, নোংরা মশারি,
বর্ণহীন গুটান মাদুর, 
সস্তা দামের -
ফার্নিচার, 
সমস্ত অভাব অনটনের অপর পারে 
ও আছে উন্মুক্ত হাসি, তার 
রহস্য, কি খুঁজে পেয়েছ, 
তোমার জগতে 
রয়েছে 
অনেক কিছু, চার দেয়ালের মাঝে - 
যেন আকাশের ভব্যতা,
রঙীন আলোর 
জোয়ার, 
রেশমের মিহি সুতোয় গাঁথা জীবন,
তা সত্তেও,আশ্চর্য্য তোমার 
চোখে এক মুহুর্তের 
ঘুম নেই, বুঝি 
না কেন 
সব কিছু পাওয়ার পরেও তুমি যেন 
খুবই ফাঁপা - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by Odilon Redon