রবিবার, ৩১ মার্চ, ২০১৩

অসীম রঙের স্রোতে - -

সেই বৈচিত্র্য প্রবাহে জীবন ধারা যায় বহে,
আকাশ ও পৃথিবীর মাঝে নিরুপম 
পরিপার্শ্বে জেগে উঠে পবিত্র 
প্রেমের রঙীন অনল,
সত্য যখন 
জীবন্ত 
অন্তর্তমের আঁধার যায় মুছে, বিমুগ্ধ চেয়ে 
রয় অন্তরিক্ষের নক্ষত্র দীপমালা, 
চতুর্দিকে ঝরে জ্যোতির্ময় 
বিন্দু, ভরে যায় 
হৃদয়ের 
রিক্ততা পরিপূর্ণ ভাবে, আপন পরকীয় -
বিভেদ ভুলিয়ে সে ডুবোয় সর্ব 
আত্মা এক অভিন্ন রঙে,
মানুষ লিখিত 
দর্শন 
তখন উড়ে যায় বিলীনতার দিকে, সেই 
রূপের মাঝে যায় হারিয়ে সব 
কিছু, আমি আর তুমির 
পার্থক্য নিমিষে 
শুন্য - - 
* * 
- শান্তনু সান্যাল 

color waves - - no idea about painter