পড়ন্ত বেলার ছায়া ছিল হারিয়ে
গেছে অন্ধকারের মাঝে,
সহজ নয় অকারণে
সঙ্গে বহু দূর
হেঁটে যাওয়া,
ওই সাপ
সিঁড়ির
খেলা,
ধেয়ে যায় দুরন্ত বেগে, কখন যে
হাতের বন্ধ ভাঙলো টেরই
পাই নি,যখন কুয়াশার
মেঘ সরল, নিজেকে
কুড়িয়ে পেয়েছি
বিধ্বস্ত
সংসারের মাঝে,পড়ন্ত বেলার
ছায়া ছিল, হারিয়ে গেছে
অন্ধকারের মাঝে।
নিশি ডাক
হয়ে
ঘুরে বেড়ায় জীবনের যাযাবর
স্বপ্নগুলো, বুকের মাঝে বহে
যায় অদৃশ্য মরু নদী,
সব কিছু শুকিয়ে
যাওয়ার
পরেও
আশ্চর্য, তোমার চোখে খুঁজে
পাই আমি নতুন ধানের
গন্ধ,পলকের শীষে
কিছু শিশির
বিন্দু,
অন্তিম প্রহরে তাই তুমি লুকিয়ে
থাকো হিমনদের জলধারের
মাঝে, পড়ন্ত বেলার ছায়া
ছিল হারিয়ে গেছে
অন্ধকারের
মাঝে ।
- - শান্তনু সান্যাল