সন্ধ্যার শেষ আলো যখন লোপের পথে,
জানালার প্রান্তে একফালি রোদ
শুধিয়ে যায় তোমার
আসার সঙ্কেত,
হঠাৎ
সব কিছু যেন জীবন্ত, দমকা হাওয়ার
সাথে এক অদ্ভুত পরিবেশের
সৃষ্টি, ভুলিয়ে দিতে
চায় সারা
দিনের
পরিশ্রান্তি, শুষ্ক জীবনে সতেজতার - -
আভাস তখন উল্লেখনীয়, পা
যেন নিজে নিজেই বেড়ে
যায় আরশির
দিকে !
প্রতিমুহূর্তে, অপ্রত্যাশিত কড়া নাড়ার
শব্দ অনুরণিত, ফিরে ফিরে
আসে যেন আবেগের
স্বরলিপি কুসুমিত
উপত্যকার
গা ছুঁয়ে,
ঝরে বিন্দু বিন্দু নৈশ ফুলের গন্ধ - - -
সারা দেহ ও প্রাণে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by lindas
জানালার প্রান্তে একফালি রোদ
শুধিয়ে যায় তোমার
আসার সঙ্কেত,
হঠাৎ
সব কিছু যেন জীবন্ত, দমকা হাওয়ার
সাথে এক অদ্ভুত পরিবেশের
সৃষ্টি, ভুলিয়ে দিতে
চায় সারা
দিনের
পরিশ্রান্তি, শুষ্ক জীবনে সতেজতার - -
আভাস তখন উল্লেখনীয়, পা
যেন নিজে নিজেই বেড়ে
যায় আরশির
দিকে !
প্রতিমুহূর্তে, অপ্রত্যাশিত কড়া নাড়ার
শব্দ অনুরণিত, ফিরে ফিরে
আসে যেন আবেগের
স্বরলিপি কুসুমিত
উপত্যকার
গা ছুঁয়ে,
ঝরে বিন্দু বিন্দু নৈশ ফুলের গন্ধ - - -
সারা দেহ ও প্রাণে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by lindas